শীত সকালে

- Advertisement -
- Advertisement -

শীত সকালে
হামিদা আনজুমান

শীত সকালে ঠান্ডা কি যে
যায় না কিছু দেখা
পূব দিগন্তে সূর্যটা ও
কেবল আলোর রেখা।

কুয়াশা আর তীব্র হীমে
ঠকঠকানি হাড়ে
সূর্যমামার অপেক্ষাতে
শীতের প্রহর বাড়ে।

খোকা খুকু আলসেমিতে
শুয়ে ঘুমের ভানে
ভোর হয়েছে মক্তবে চল
দাদু কাঁথা টানে।

খেজুর রস আর ভাপাপিঠা
নে খেয়ে নে ত্বরায়
দাদীর হাতের মজার পিঠা
মনটা আহা ভরায়।

সরষে ফুলের লুটোপুটি
দেখবে দুচোখ ভরে
পাখির ঝাঁক আর বকের সারি
নদীর দু’ধার ধরে।

আগুন পোহায় শীত তাড়াতে
দেখবে নাড়া জ্বেলে
এমন ছবি গাঁও গেরামে
পৌষ, মাঘেতে মেলে।

এমকেএ/অন্যধারা

- Advertisement -

আরো পড়ুুর