সংকট তৈলচিত্র
শাহ বোরহান মেহেদী
চারিদিকটা অবরোধ দিয়ে
রুদ্রমূর্তিতে বিষ ধর ফুঁস
আশাম্বিত পথের শেষ প্রান্ত
ধূয়া বাতাসে উড়ে ফানুষ।
চেতনার সত্যটুকো হৈচৈয়ে
লুন্ঠিত হয় বেনিয়া হাতে
মুক্তির স্বাদ থেমে যায় হঠাৎ
মীরজাফরের কূট স্বার্থে।
সত্য বক্তার ডায়াস নিষিদ্ধ
ষড়যন্ত্রের তালিয়া মাঠে
পাবলিক চায় নগদ হিম্মত
ভাগ্যটা পোড়ুক বিভ্রাটে!
এ কেমন দেশ বাংলাদেশ
বাড়ছেই গরলের বন্ধুত্ব
জনতা হচ্ছে গনতন্ত্রের দম
এরা থাকে নির্বাক নিত্য।
দেশবাসী দুর্জনের সম্পত্তি
বেচাকেনা হবে পশু তুল্য
আদর্শ লুঠপাটে নেতাগিড়ি
এরাতো ধান্ধাবাজ দুর্ধর্ষ।
সময় যাচ্ছে সংকট মুহূর্ত
দিশেহারা বিবেক বোধ
মানুষ মানুষে বিভেদ প্রাচীর
দিন দিন ঘনীভুত দুর্বোধ।