সন্ত্রাসী হামলায় সিলেট গোলাপগঞ্জের এক যুবকের অবস্থা আশঙ্কাজনক

সিলেট প্রতিনিধিঃ


সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় এক যুবকের অবস্থা আশঙ্কা জনক। আহত যুবকের নাম সোয়েব আহমদ (২৪)। তার গ্রামের বাড়ি উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামে। আহত সোয়েব আহমদ, সাহাব উদ্দিনের এক মাত্র পুত্র।

ঘটনাটি ঘটেছে ২১ অক্টোবর ২৪ইং (সোমবার) বুধবারী বাজার ইউনিয়নের বণগ্রামে বেলা ১২ টায় দিকে। জানা যায়, আহত সোয়েব আহমদের নানার বাড়ি বণগ্রামে, তার মায়ের সাথে বেড়াতে যায় নানার বাড়ি। ওই দিন অনুমান বেলা ১২ টার দিকে গ্রামের দক্ষিণ পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে ছাত্রলীগ নেতা রাহিম আহমদ তাকে ডাকে নিয়ে সিগারেট খাওয়ার জন্য মেস লাইট দেওয়ার জন্য বলে। সোয়েব জানায়, সে সিগারেট খায় না এবং তার কাছে কোন মেস লাইট নেই। সোয়েবের কথা শুনে ছাত্রলীগ নেতা রাহিম আহমদ ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে এতে সোয়েব প্রতিবাদ করলে রাহিম ও তার দুই ভাই রেজা ও হাকিম বেধড়ক সোয়েব কে পেটাতে থাকে। তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে অজ্ঞান অবস্থায় ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট শহরে ওসমানী হাসপাতালে প্রেরণ করলে সোয়েবের অভিভাবকগণ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। আহত সোয়েব আহমদের অবস্থা আশঙ্কাজনক, পুরো শরীরে নীলা ফুলা ও জখম রয়েছে, বুকের ভেতরে প্রচণ্ড আঘাত পাওয়ার ফলে ডান হাত ও ডান পা সব সময় কম্পনের মধ্যে রয়েছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, এ রোগীর শরীরের বিভিন্ন জায়গায় মাংসপেশীর ভেতরে রক্তের জমাট বেধে রয়েছে, বুকের এক পাশে রক্তের চাকা কালো আকৃতিতে জমাট বেধে থাকায় হাত ও পায়ে কম্পন হচ্ছে চিকিৎসা চলছে ঠিক হতে সময় লাগবে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাহিম ও হাকিমের পরিবার গ্রামের একটি সন্ত্রাসী বাহিনী, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামের মানুষের উপর জুলুম ও নির্যাতন করেছে। তারা আরো অভিযোগে জানান, এরা মাদক ও হেরোইন আসক্ত। এলাকায় এদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলায় হত্যার পরিকল্পনা, ধর্ষণ, চুরি ও ডাকাতির মামলা রয়েছে।


অন্যধারা- ২৩-১০-২০২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here