সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে গালাগালের কারণে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুকে শোকজ করেছেন জেলা প্রশাসক। শুক্রবার (২২ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোকজ নোটিশ পাঠানো হয়। সোমবার (২৫ জুলাই) জেলা প্রশাসক মামুনুর রশিদ শোকজের বিষয়টি নিশ্চিত করেন।
উক্ত শোকজ নোটিশে কেন একজন সাংবাদিকের অশালীন ও কুরুচিপূর্ণ আচরণ করা হয়েছে তা জানতে চাওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ জুলাই) ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে প্রকাশিত হয় একটি সংবাদ। প্রকাশিত সংবাদে বাস্তব পরিস্থিতি তুলে ধরায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (২১ জুলাই) রাত পৌনে ১০টার দিকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু তার অফিসিয়াল নম্বর থেকে কল করে ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধি সাইদুল ফরহাদকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
পরে শুক্রবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের উদ্যোগে হিলডাউন সার্কিট হাউসে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময়ে টেকনাফের ইউএনও কায়সার খসরু অকথ্য ভাষায় গালিগালাজ করার জন্য ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধির কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চান।
বৈঠকে উপস্থিত কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু একজন অফিশিয়াল দায়িত্ব পালনরত সাংবাদিকের সঙ্গে যে আচরণ করেছেন তা কখনোই একজন প্রশাসনিক কর্মকর্তার কাছে আশা করা যায় না। তিনি কক্সবাজার তথা টেকনাফে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। তাকে অতি দ্রুত অপসারণ করে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে।
দৈনিক অন্যধারা/২৫ জুলাই ২০২২/জ কা তা