স্বাধীনতা ও সৌভাগ্য । সৈয়দ আজিজ

- Advertisement -
- Advertisement -

স্বাধীনতা ও সৌভাগ্য 
সৈয়দ আজিজ

সবাই দেখলো বদলে গেলো দেশ,
আশায় ফানুস, এবার পাবে যে অশেষ
হৃদয়ে জাগ্রত হলো নতুন আশার উন্মেষ
স্বাধীনতা এলো, ভালোই হলো বেশ।

আর থাকবে না কোনো আশার চোরাবালি
খেটে মরবে না আধ পেটে খালি
লুট হবে না আর সম্পদ, পাট
বুকেতে বাঁধলো বাসা আশায় জমাট।

বিতাড়িত হয়েছে বিদেশি দস্যু ডাকাত
দু’বেলা জুটবে এবার পেটভরা ভাত
আলোয় ভরবে জীবনের অন্ধকার রাত
এবার হবো নিশ্চয়ই শ্রেষ্ঠ মাখলুকাত।

হায়! সবই হলো, বদলালো না ভাগ্যের লেখা
আরও স্পষ্ট হলো কপালের বলিরেখা
এখনো অশিক্ষিত, শিশুরা দিগম্বর
আশাই রয়ে গেলো, এদের আশার অম্বর।

মুক্ত পাওয়ার আশায়, পেলো শুধু নুড়ি
খান খান হয়ে গেলো কিষানীর বেলোয়ারী চুড়ি
আগে ছিলো আধপেট, এখন শূন্য পাকস্থলী
শুধু সৌভাগ্যে ভরে গেলো দেশীয় বর্গীদের জীবনের অলিগলি।

- Advertisement -

আরো পড়ুুর