অপশক্তি যতই চেষ্টা করুক বাংলাদেশ-ভারতের সুসম্পর্ক নষ্ট করতে পারবে না

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো.আব্দুর রাজ্জাক বলেন, কোন অপশক্তি বাংলাদেশ-ভারতের সুসম্পর্ককে নষ্ট করতে পারবে না।

শনিবার (২৬ ফেব্রুয়ারী,২০২২) রাজশাহীর নগরভবনের গ্রিনপ্লাজায় বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এমন কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী ও বন্ধুপ্রতিম রাষ্ট্র হল ভারত। দুই দেশের মানুষের মধ্যে সংস্কৃতি, ঐতিহ্য, জলবায়ু,  ভূপ্রকৃতি, খাবার, মানুষের আবেগ ও  জীবনাচরণসহ অনেক বিষয়ে অসাধারণ মিল ও সুসম্পর্ক রয়েছে।

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক মিলনমেলা দুই দেশের মধ্যে সম্পর্ককে আরও বেশী ঘনিষ্ঠ করবে। এটা শুধু সাংস্কৃতিক অঙ্গনেই নয়, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রেও এ সম্পর্ক আরো বেশী ঘনিষ্ট করবে।

তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলার এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রধান সমন্বয়ক সামছুল আরেফীন, ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রী রাম প্রসাদ পাল,ভারতের রাষ্ট্রদূত বিক্রম কুমার দোরাইস্বামী,  ভারতের সত্যম রায় চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর