- Advertisement -
- Advertisement -
দীর্ঘ ২৪ বছর পরে টাইগারদের আক্ষেপ পূরণের একটা সুযোগ আসছে। গত ২০০৩ সালে সর্বশেষ অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছিল বাংলাদেশ। এরপর অনেকগুলো বছর ধরে অস্ট্রেলিয়ারা মাটিতে টেস্ট খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশের টাইগাররা।
বিসিবি’র ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জনাব জালাল ইউনুস গণমাধ্যমকে জানান, অবশেষে বাংলাদেশ ২৪ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে দুটো টেস্ট খেলতে যাবে এবং সেটা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। টেস্ট খেলার বিষয়টি নিয়ে যদিও এখনও প্রাথমিক আলোচনার পর্যায়ে আছে। আইসিসির সর্বশেষ সভায় সফরের ব্যাপারে সম্মতি দিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আগামী ২০২৬ সালে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। পরের বছরই হবে টাইগারদের ফিরতি সফর।
তিনি বলেন, ’সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ সহ অস্ট্রেলিয়ার সাথে বেশ কিছু সিরিজ মোটামুটি নিশ্চিত হয়েছে। বাকীটা পরেই আপনারা জানতে পারবেন।’
তিনি আরও বলেন, এফটিপিতে ৪০ টেস্ট, ৭০টি ওয়ানডে আর ৭৬টি টি-টোয়েন্টি খেলার সূচি প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে। তবে বিভিন্ন পরিস্থিতির উপরে এসব খেলার সূচি পরিবর্তন হতে পারে। এইগুলো আইসিসি ইভেন্টের বাইরে। এরপর আইসিসির ইভেন্ট তো আছেই। এর মধ্যে ট্রাইনেশন সিরিজও খেলতে পারি।’
দৈনিক অন্যধারা/জকাতা
- Advertisement -