অন্যধারা ডেস্ক:
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুরের ছোট বোন খুশি কাপুর কী প্রেমে পড়েছেন পাঞ্জাবি গায়ক এপি ধিঁলোর? তার নতুন গান ‘ট্রু স্টোরি’-র লিরিকে জ্বলজ্বল করছে খুশি কাপুরের নাম! যা নিয়ে জোরদার জল্পনা নেটদুনিয়ায়।
এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শিন্দা খালোনের সঙ্গে ট্রু স্টোরি’- শিরোনামের এই গান বেঁধেছেন ইন্দো-কানাডিয়ান র্যাপার এপি। পাঞ্জাবি গানের কিছু কথার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘হাসলে তোমায় খুশি কাপুরের মতো দেখায়।’
এপির কণ্ঠে সেই গান শুনে নেজিজেনরা দুইয়ে দুইয়ে চার করছেন। অনেকেরই অনুমান, খুশি আর এপি প্রেম করছেন। যদিও দুজনের কেউই এ নিয়ে মুখ খোলেননি।

২০১৯ সালে জিমিক্সারের সঙ্গে এপির ‘ফেক’ গানটি তুমুল জনপ্রিয় হয়। এ ছাড়াও তার গাওয়া ‘ব্রাউন মুন্ডে’, ‘কহেনদি হুনদিসি’ গানগুলো অনুরাগীদের হৃদয় জয় করেছিল।
সম্প্রতি মুম্বাইতেও পারফর্ম করেছেন এপি। বিপুল জনপ্রিয়তা উপভোগ করছেন গায়ক। তবে ২০২১ সালের ডিসেম্বরে তার এক সোলো কনসার্টে দেখা গিয়েছিল খুশির বড় জাহ্নবীকে। খুশির সঙ্গে এপির রসায়ন নিয়ে কারও কোনো ধারণা ছিল না এর আগে।
ইতোমধ্যে খুশিও জাহ্নবীর পিছু পিছু বলিউডে পা রেখেছেন। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ সিনেমাতে দেখা যাবে তাকে। এই সিনেমায় আত্মপ্রকাশ করছেন— শাহরুখকন্যা সুহানা খান এবং অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।

