আম পেড়েছি সিঁদুরে, দ্বীন মোহাম্মাদ দুখু, প্রথম প্রকাশ: একুশে বইমেলা-২০২২
গ্রন্থস্বত্ব: নুসরাত জাহান, প্রকাশক: সৈয়দ রনো, প্রচ্ছদ: খান রিফাত
অন্যধারা পাবলিকেশন্স, ২২ ইন্দিরা রোড (তৃতীয় তলা), তেঁজগাও, ফার্মগেট, ঢাকা-১২১৫
কথা: ০১৯৪৭৪৪১১১৪, ০১৬৮১০১৩৩৩১, মূল্য: ১৪০/- (একশত চল্লিশ টাকা)
এক নজরে দ্বীন মোহাম্মাদ দুখু’র পরিচিতি :
দ্বীন মোহাম্মাদ দুখু। কবি, ছড়াকার, অভিনয়শিল্পী, সংগঠক ও কম্পিউটার প্রকৌশলী। তিনি জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন পত্রিকায় ‘বার্তা সম্পাদক’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রকাশিত একক ও মৌলিক গ্রন্থগুলো মধ্যে উল্লেখযোগ্য- প্রতীক্ষায় ছিলাম, জনতার মঞ্চে দাঁড়িয়ে বলছি, কেউ কথা রাখেনি কেউ কথা রাখে না, ভাসমান মানুষের জীবন ও যৌবন ইত্যাদি। তাঁর পুরস্কারের সংখ্যা: ৪ টি