অমর একুশে গ্রন্থমেলা-২০২২ এ পাওয়া যাচ্ছে আবুল হাশেমের কাব্যগ্রন্থ: ভালোবাসার রঙ

- Advertisement -
- Advertisement -

ভালোবাসার রঙ
আবুল হাশেম
গ্রন্থের ধরন : কাব্যগ্রন্থ
গ্রন্থস্বত্ব : লেখক
প্রচ্ছদ : খান রিফাত
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা-২০২২
প্রকাশক : সৈয়দ রনো
অন্যধারা পাবলিকেশন্স
২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট
তেজগাঁও, ঢাকা-১২১৫।

পরিবেশক : দৈনিক আলোকিত প্রতিদিন
অন্যধারা সাহিত্য সংসদ
সাপ্তাহিক অন্যধারা
অনলাইন পরিবেশক : রকমারি ডট কম

মূল্য : ২৫০/-

এক নজরে আবুল হাশেমের পরিচিতি :

মোঃ আবুল হাশেম ১৯৮৬ সালের অক্টোবর মাসের ৫ তারিখে পাবনা জেলার সুজানগর থানার মানিকহাট ইউনিয়ন এর বোনকলা গ্রামের বিখ্যাত শেখ খবির উদ্দীন পরিবারে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। দাদা মরহুম আব্দুল জব্বার শেখ বোনকোলার খান বংশ তার মাতৃকুল, বাবার নাম মরহুম আবুল কাশেম শেখ এবং মায়ের নাম মরহুম খুকী খাতুন। তারা ছয় ভাই বোন। তিনি বাবা মায়ের আদরের বড় সন্তান, শিক্ষা জীবন শুরু করেন বোনকোলা ৫৭ নং সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ১৯৯৬ সালে অত্যন্ত সুনামের সাথে তিনি প্রাথমিক শিক্ষা শেষ করেন। তিনি পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পান এবং সুজানগর উপজেলায় প্রথম স্থান অধিকার করেন। বোনকোলা উচ্চ বিদ্যালয় ও কলেজ এ ভর্তি হয়ে ১৯৯৯ সালে অষ্টম শ্রেণিতে বৃত্তি পান।
২০০২ সালে তিনি বিজ্ঞান বিভাগ থেকে সুনামের সাথে এস এস সি পাশ করেন। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এ কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হন। দীর্ঘ চার বছর পড়াশোনা করার পর ২০০৬ সালে তিনি অত্যন্ত সুনামের সাথে পাশ করেন। ২০১০ সালে বি এস সি ইঞ্জিনিয়ারিং পাশ করেন। বর্তমানে একটা শিল্প কারখানায় মেইনটেন্স এ ব্যবস্থাপক পদে চাকরি করছেন, চাকরির পাশাপাশি তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এ স্নাতক সম্মান আইন বিভাগে ভর্তি হন। ২০১৯ সালে তিনি স্নাতক সম্মান আইন পাশ করেন। তিনি ২০০৭ সালে মোছাঃ তাহমিনা আক্তার মিনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার ফুটফুটে দুটো সন্তান আছে, তিনি এক কন্যা সন্তান এবং এক পুত্র সন্তানের জনক, কন্যা সন্তানের নাম হাসনাত জামান হুমায়রা (মাহিমা) এবং পুত্রের নাম আবু হুরায়রা। তার জীবনে দাদা আব্দুল জব্বার শেখ এবং তার সহধর্মিণী মোছাঃ তাহমিনা আক্তার মিনার অবদান অনেক বেশী। কবির সহধর্মিণী কবিতার একজন সবচেয়ে ভালো পাঠক এবং সমালোচকও বটে। কোথায় বানান ভুল এবং কোথাও অন্তমিল ঠিক আছে কিনা তা তিনি সব সময় দেখিয়ে দেন। এমন সহধর্মিণী পেয়ে কবির জীবন ধন্য, আর বাবা মায়ের কথা লিখে শেষ করা যাবে না, বাবা মায়ের জন্য সবাই দোয়া করবেন, মহান আল্লাহ যাতে কবির দাদা জান এবং বাবা মা কে জান্নাত নসীব করেন, আমিন। আবুল হাশেমের প্রথম কাব্য গ্রন্থ, ‘‘ভালোবাসার রঙ’’। বইটি পাঠক প্রিয়তা পাবে সেই প্রত্যাশা করছি।

- Advertisement -

আরো পড়ুুর