অমর একুশে গ্রন্থমেলা- ২০২২ এ পাওয়া যাচ্ছে মীনা সাহার কাব্যগ্রন্থ ‘কৃষ্ণকান্তা ‘

- Advertisement -
- Advertisement -

কৃষ্ণকান্তা
মীনা সাহা
গ্রন্থের ধরন : কাব্যগ্রন্থ
গ্রন্থস্বত্ব : লেখক
প্রচ্ছদ : আল রাসুল রকি
প্রকাশকাল : অমর একুশে গ্রন্থমেলা- ২০২২
প্রকাশক : সৈয়দ রনো
অন্যধারা পাবলিকেশন্স
২২ ইন্দিরা রোড (৩য় তলা), ফার্মগেট
তেজগাঁও, ঢাকা-১২১৫।
ফোন: ০২-৫৮১৫৪৬০১, ৫৮১৫৪৬০৩
মোবাইল : ০১৯৪৭৪৪১১১৪, ০১৬১৭৪৪১১১৪

পরিবেশক : দৈনিক আলোকিত প্রতিদিন
অন্যধারা সাহিত্য সংসদ
সাপ্তাহিক অন্যধারা
অনলাইন পরিবেশক : রকমারি ডট কম

মূল্য : ৩২০/-

এক নজরে মীনা সাহার পরিচিতি :

মীনা সাহা, ভারতের পশ্চিম বঙ্গের নদিয়া জেলার স্থায়ী বাসিন্দা।
২৭ আগস্ট ১৯৭৫ সালে জন্মগ্রহণ করেন। পিতা- কালিদাস সাহা, মাতা- বাসন্তী সাহা। কলকাতা বিশ্ববিদ্যালয় হতে বাংলা বিভাগে এম.এ পাশ করেন। বর্তমানে তিনি শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। কবির প্রকাশিত কাব্যগ্রন্থ (১) তুমি এলে সৃষ্টি হল সুন্দর- ২০১২ (২) গভীর নিমগ্নতায়- ২০১৩ (৩) হৃদয়ে আলোর স্রোত সত্য নির্ঝরে- ২০১৩ (৪) বিষন্ন মেয়েটির সাথে- ২০১৬ (৫) নিভৃত হৃদয় নীড়ে- ২০১৬ কবির প্রকাশিত ছড়াগ্রন্থ (১) বলছি কথা ছড়ায় ছড়ায়- ২০১৫ (২) লিখছি ছড়া বলছি ছড়া- ২০১৫ (৩) ভূতের আমি ভূতের তুমি- ২০১৮
কবির প্রকাশিত গল্পগ্রন্থ : (১) কথা সীমান্তহীন- ২০২২
কবি মীনা সাহা লেখালেখির পাশাপাশি দীর্ঘ দিন যাবত
সাহিত্য পত্রিকা ‘নবপল্বব সাহিত্য পত্র’ সম্পাদনা করে
আসছেন। অমর একুশে গ্রন্থমেলা ২০২২ উপলক্ষে অন্যধারা পাবলিকেশন্স হতে পশ্চিম বঙ্গের কবি মীনা সাহা‘র কাব্যগ্রন্থ ‘কৃষ্ণকান্তা’ প্রকাশিত হতে যাচ্ছে। প্রকাশক হিসেবে দায়িত্ববোধ থেকে অত্র গ্রন্থের কবিতা পাঠ করে মুগ্ধতায় গাঁ ভাসিয়ে শুদ্ধতার ডুব সাতারে স্নিগ্ধ হলাম। এ গ্রন্থটিতে বিভিন্ন বিষয় বৈচিত্রময় কবিতার সন্নিবেশ ঘটেছে। প্রেম, বিরহ, দ্রোহ, প্রকৃতির অপার বৈচিত্রময়তা, দেশাত্মবোধের প্রতি গভীর অনুরাগ, মানবিক মূল্যবোধ, সামাজিক অবক্ষয়, ধর্মীয় অনুশাসন,মরমিবাদসহ জীবন ঘনিষ্ঠ কবিতা গ্রন্থটিতে সন্নিবেশিত হয়েছে। ব্যক্তি জীবনের হাসি-কান্না, সুখ-দু:খ, আনন্দ-বেদনা কবির শিল্পিত কলমের আঁচড়ে সার্থক ভাবে উপস্থাপিত হয়েছে। কবি ভাবাবেগের বহি:প্রকাশ ঘটাতে গিয়ে কখনো রূপক কখনো আনকোড়া শব্দকে শিল্পিত ভাবে উপস্থাপন করেছেন। যথা-
অভিমানী মৃগের মত অধরা বাতাস ছুঁয়ে যায় চারপাশ / নিমগ্ন ভাবলেই কাছে আসো তুমি / দুরন্ত ঢেউ এর মত ভিজিয়ে দাও / অভিমানী চাহনির বিমুগ্ধ আয়নায় চেয়ে চেয়ে দেখি / যেখানে ভেসে ওঠে আমারই প্রতিবিম্ব / আত্ম তৃপ্তিতে গেয়ে উঠি মেঘমল্লার গান / রিমঝিম বৃষ্টি প্লাবনে বাংলার বুকে এঁকে দিই / দুরন্ত প্রেমিকার পদচিহ্ন ………….. [ কৃষ্ণকান্তা ]
কবি বাংলা সাহিত্যের শিক্ষার্থী এবং শিক্ষক হওয়ার সুযোগে নির্বাচিত শব্দ চয়ন, ভাষা জ্ঞান, বাক্য বিন্যাস, কবিতায় ছন্দ প্রয়োগ, অনুপ্রাস, রূপক, অলংকার প্রয়োগের ক্ষেত্রে নতুনত্বের ধারার উন্মেষ প্রতিভাত হয়। তিনি প্রচলিত ছন্দ, যথা- স্বরবৃত্ত, অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, এবং মুক্তকছন্দকে ভেঙে নতুনত্বের দ্বার উন্মোচনে নিজস্ব ধারা সৃষ্টি করেছেন। যেমন- নীল আকাশে / মেঘের খেলা / সন্ধ্যা বেলা / আঁখিপাত। বৃষ্টি পরে / ঝর ঝরিয়ে / মেঘের চমক / সারা রাত। ছুটছে প্লাবন / মন যমুনায় / নদী-সাগর / সাঁতরে পার। ভাঙছে দুকূল / স্রোতের টানে / মন ছুঁয়েছে / হৃদয় যার। তারার বাতি / নিভিয়ে আলো / মেঘ চাঁদোয়ায় / ঢাকছে মুখ। মন কাননের / মালায় গাঁথা / ভাসিয়ে নেওয়া / ভীষণ সুখ। …… [ আঁখিপাত ]
কবিতায় সময়কে ধারণ করে সমসাময়িক শব্দ প্রয়োগের ক্ষেত্রে শক্তিমত্তার পরিচয়ে কবির নিজস্বতা রয়েছে। কবির কবিতায় আবেগের বহি:প্রকাশের সাথে জ্ঞান ও প্রজ্ঞার সন্নিবেশ ঘটেছে অবলীলায়। তারুণ্যে উদ্দীপ্ত এই জীবন ঘনিষ্ঠ কবির কাব্য প্রতিভার স্বত:স্ফুর্ত স্ফুরণের প্রতিটি ছত্র, চরণ, পঙক্তি, স্তবক সর্বোপরি আলোচিত গ্রন্থের কবিতা হৃদয়কে আন্দোলিত করবে বলে আমার বিশ্বাস।

অন্যধারা/কে.আর

- Advertisement -

আরো পড়ুুর