অর্থ প্রতারণার মামলায় ফের আদালতে জ্যাকুলিন

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

আইনি ঝামেলা থেকে যেন কিছুতেই মুক্তি পাচ্ছেন না বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। ২০০ কোটি টাকা প্রতারণার মামলায় গ্রেপ্তার হয়েছেন সুকেশ চন্দ্রশেখর। এ কারণে আপাতত জেলেই রয়েছেন তিনি। আর এ মামলাতেই সুকেশের সঙ্গে জড়িয়ে পড়েন এই বলিউড অভিনেত্রী।

ইডি এক চার্জশিট গঠন করে। জানায়, সুকেশের সঙ্গে জড়িত জ্যাকুলিন। বছর দুয়েক ধরে এ মামলার জন্য একাধিকবার আদালতে হাজির হতে হয়েছে নায়িকাকে। বিদেশ সফরেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

এবার সেই মামলাতেই বুধবার (৫ জুলাই) আবারও দিল্লির আদালতে হাজিরা দিলেন জ্যাকুলিন।

গ্রেপ্তার হওয়ার পর সুকেশকে জেরার পর উঠে আসে বান্ধবী জ্যাকুলিনের নাম। প্রতারণার মামলায় অভিযুক্ত হন অভিনেত্রী। এরপর মামলার তদন্তের ভার নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। গত বছর ইডির দেয়া চার্জশিটের ভিত্তিতেই আদালতে হাজির হওয়ার জন্য বলা হয়েছিল নায়িকাকে। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি।

এদিকে কয়েক মাস আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের নামের বানান পরিবর্তন করেন জ্যাকুলিন। ইংরেজিতে নামের বানানে অতিরিক্ত একটি ‘ই’ যোগ করেন। জ্যোতিষ বা সংখ্যাতত্ত্বের উপর ভরসা করে সাফল্যের মুখ দেখার জন্য অনেকেই নামে পরিবর্তন এনে থাকেন। বলিউড ইন্ডাস্ট্রিতে এরকম অনেক উদাহরণ রয়েছে।

এছাড়া সম্প্রতি বান্দ্রায় ১২ কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন বলি তারকা। সোশ্যাল মিডিয়ায় সেই বিলাসবহুল ফ্ল্যাটের একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে।

ডিও // রহখ
- Advertisement -

আরো পড়ুুর