অন্যধারা ডেস্ক:
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি রবিবার (৩১ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শেখ রাসেল মডেল স্কুলের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার নতুন ভবনের ফলক উন্মোচন করেন। এ সময় শিক্ষামন্ত্রী একটি অসাম্প্রদায়িক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলার যে ঘটনা ঘেটেছে তা ভবিষ্যতে যেন আর না ঘটে এজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। এজন্য সামাজিক সচেতনতা দরকার। প্রতিটি মানুষকে অসাম্প্রদায়িক মনোভাবাপন্ন হতে হবে। প্রতিবেশী যে ধর্মের লোক হোক না কেন তার নিরাপত্তার দায়িত্ব আমাদের সকলের।শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের শিক্ষা হবে আনন্দের,তেমনি শিক্ষার্থীদের অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে যেন গড়ে উঠতে শিক্ষকের ভূমিকা অগ্রগণ্য। তাছাড়া শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাতে হবে এই শিক্ষা ব্যবস্থা মধ্য দিয়েই। এ জন্য আমরা নতুন পাঠ্যক্রম প্রণয়ন থেকে শুরু করে বিভিন্ন ধরনের নতুন উদ্যোগ নিয়েছি।
অন্যধারা/আর এম