আইপিএল : সিঙ্গাপুরের ক্রিকেটার বিক্রি হলেন-৮ কোটি ২৫ লাখ

- Advertisement -
- Advertisement -

স্পোর্টস ডেক্স

সবিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ভারতের আইপিএল। এই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনার কমতি থাকে না। নিলাম থেকেই শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কোন দল কাকে নিলো সেদিকে চোখ থাকে ক্রিকেট ভক্তদের। প্রতিবারেই চমক থাকে নিলামে। এবারও দেখা গেল সেই চমক। বিশাল মূল্যের বিনিময়ে এবারের আইপিএল নিলামে বিক্রি হলেন সিঙ্গাপুরের ক্রিকেটার টিম ডেভিড। যদিও গত মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে থাকলেও খেলার তেমন সুযোগই পাননি এই ক্রিকেটার। মাত্র এক ম্যাচ খেলতে পেরেছিলেন। তাতে কী, বিশ্বের অন্যান্য টি-টোয়েন্টি লিগে তার বিশাল নামডাক। আর সেই নামের ওপর ভর করেই আজ রোববার নিলাম থেকে তাকে দলে ভিড়িয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ২৫ বছর বয়সী এ ক্রিকোরের ভিত্তিমূল্য ছিল মাত্র ৪০ লাখ রুপি। তাকে কিনতে ভিত্তিমূল্যের চেয়ে বিশ গুণ বেশি দাম দিতে হয়েছে মুম্বাইয়ের ক্লাবটিকে। ডেভিডের পেছনে মুম্বাইয়ের ব্যয় হয়েছে আট কোটি ২৫ লাখ রুপি। সিঙ্গাপুর ক্রিকেটার হিসাবে আইপিএলে নাম দিলেও, এ বছর তিনি অস্ট্রেলিয়ান হিসাবেই নিলামে রয়েছেন। টি-টোয়েন্টিতে ৮৫ ম্যাচে ১৫৯.৪০ স্ট্রাইক রেটে ১৯০৮ রান ডেভিডের দক্ষতা প্রদর্শনের জন্য যথেষ্ট।

দৈনিক অন্যধারা/এইচ

- Advertisement -

আরো পড়ুুর