মানিক শিকদার,ফরিদপুর:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন। আজকের মুজিবনগর। সেই প্রেক্ষাপটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।রোবাবর (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শেষ হয় । র্যালি পরবর্তী বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে ঐতিহাসিক মুুজিবনগরের গুরুত্ব তুলে ধরে সাংক্ষিত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আনিসুর রহমান প্রমুখ।
দৈনিক অন্যধারা // হামিদ