কবর দেওয়ার পরেও ৪০ বছর বেঁচেছিলেন যে নারী: জহিরুল কায়সার তালুকদার

- Advertisement -
- Advertisement -

জহিরুল কায়সার তালুকদার:

এসি ডানবার। দাফন করার পরেও প্রায় ৪০ বছর জীবিত ছিলেন। এ ঘটনা কাল্পনিক নয় বাস্তবেই ঘটেছিল এটি। আজও মানুষকে ভাবিয়ে তোলে এসি ডানবারের এই ঘটনা। তার নামটিই বার বার ইতিহাসের অন্যতম সৌভাগ্যবতী হিসাবে উঠে আসে।


ডানবার জীবিতই ছিলেন। খুব ক্ষীণ ভাবে চলছিল তার শ্বাসপ্রশ্বাস। কবর থেকে উঠিয়ে পুনরায় স্বাস্থ্যপরীক্ষা করে জানা যায় তিনি জীবিত আছেন। পরে সেই চিকিৎসক নিজের ভুল স্বীকার করেন।


এ ঘটনার পরেও ডানবার আরও ৪০ বছর জীবিত ছিলেন। বার্ধক্যজনিত সমস্যার কারণে ১৯৫৫ সালে স্বাভাবিক ভাবেই মারা যান তিনি।


ব্ল্যাকভিলের সবাই এমন ঘটনার পর থেকেই এসি ডানবারকে সন্দেহের চোখে দেখেন। অনেকে তাকে অশরীরী বা ভূত বলে মনে করতেন।


ব্ল্যাকভিলের মানুষের গল্পে গল্পে ডানবারের কাহিনি বছরের পর বছর ধরে বেঁচে রয়েছে। ডানবারের এই কাহিনি জ্যান বন্ডেসন নামক এক লেখকের বই ‘বারিড অ্যালাইভ: দ্য টেরিফাইং হিস্ট্রি অব আওয়ার মোস্ট প্রাইমাল ফিয়ার’-এ লেখা হয়েছে। (ছবি ও তথ্যসূত্র: সংগৃহীত)

দৈনিক অন্যধারা/১৩ আগস্ট ২০২২/ কা তা

- Advertisement -

আরো পড়ুুর