অন্যধারা ডেস্ক:
কানাডায় ট্রাক চালকদের দ্বিতীয় দিনের মতো রাজধানীর অটোয়ায় ব্যাপক বিক্ষোভের মুখে সেদেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বাড়ি ছেড়ে পরিবারসহ আত্মগোপনে চলে গেছেন ।
কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (সিবিসি) প্রতিবেদনে বলা হয়েছে, হাজার হাজার ট্রাকচালক এবং অন্যান্য বিক্ষোভকারী শনিবার রাজধানীতে একত্রিত হয়ে করোনা টিকাসংক্রান্ত বিধিনিষেধ এবং জনস্বাস্থ্যের অন্যান্য বিধিনিষেধ তুলে নেওয়ার জন্য বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীদের হাতে ছিল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে লেখা আক্রমনাত্মক এবং অশ্লীলতাযুক্ত স্লোগান লেখা ফেস্টুন । প্রচন্ড শীতে শত শত বিক্ষোভকারী আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, কানাডায় আন্তসীমান্ত ট্রাকচালকের সংখ্যা ১ লাখ ২০ হাজার। এর মধ্যে প্রায় ৯০ শতাংশই টিকা নিয়েছেন। এরপরও কানাডার সরকার এ বছরের ১৫ জানুয়ারি আন্তসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকাসংক্রান্ত এক আদেশ জারি করে। আদেশে বলা হয়েছে, যে সকল ট্রাকচালকেরা টিকা নেননি, তারা যদি সীমান্ত পাড়ি দিয়ে দেশে আসেন অবশ্যই তাদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক।
দৈনিক অন্যধারা//আর এম