অন্যধারা ডেস্ক:
মহামারী করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২৯ হাজার ২৪ জন।নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৫৯ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৮৬১ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ১৫ শতাংশ।ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪২৫ জন। ২৪ ঘণ্টায় মৃত ৮জনের মধ্যে রয়েছেন ৫জন পুরুষ এবং ৩জন নারী। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১৪১ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৫১৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৪ লাখ ৪১ হাজার ৪১৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩ লাখ ৯৫ হাজার ১৭৫ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৪৬ হাজার ২৪৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম ১ জনের মৃত্যু হয়।
দৈনিক অন্যধারা//আর এম