(ছবি: নায়িকা নুসরাত জাহানের পোস্ট থেকে। পোস্ট: ‘Summer Vibes | গ্রীষ্মের আবহ’)
কলকাতার জনপ্রিয় নায়িকা ও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাত জাহান আবারও কঠোর সমালোচনার শিকার হলেন। গতকাল (০৭ মে) শনিবার কমলা রঙের অন্তর্বাসসহ গরেমের খোলামেলা পোষাক পরে তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ‘সামার ভাইপস’ লিখে একটি পোস্ট করেছেন।
নুসরাতের সেই পোস্টটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। এ পোস্টে নায়িকার ভক্তরা কঠোর সমালোচনা ঝড় ছুড়ে দিচ্ছেন নায়িকার দিকে। সেসব তীর্যক মন্তব্য মুখে উচ্চারণযোগ্য নয়।
টালিগঞ্জের অন্যতম জনপ্রিয় নায়িকা নুসরাতের ভক্তদের ঘুম তাড়ানো সেই খোলামেলা অন্তর্বাসের ছবি দেখে ‘সাদিক খান’ নামের এক ফেসবুক ভক্ত লিখেছেন ‘বড্ড শুকিয়ে গেছো গো…’। ‘আরমান জিহাদ’ নামের এক ভক্ত লিখেছেন, ‘একজন সংসদ সদস্যা কিন্তু সেন্স অব হিউমার হাঁটুর নিচে! না থুক্কু আরেকটু উপরে’। হৈমন্তী বন্দ্যোপাধ্যায় নামের এক ভক্ত লিখেছেন, ‘এত জঘন্য ড্রেসিং সেন্স খুব কম মানুষেরই দেখেছি’।
এছাড়াও সেই উষ্ণ ও খোলামেলা পোস্টের কমেন্ট বক্সে নায়িকা নুসরাত জাহানের ভক্তদের কঠোর সমালোচনার তুমুল ঝড় বইছে। তবে কেউ কেউ আবার পোষাকের প্রশংসাও করেছেন।