- Advertisement -
- Advertisement -
নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৪ উপলক্ষে র্যালী ও সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত
অন্যধারা প্রতিবেদকঃ
“ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার” এই প্রতিপাদ্যকে অনুসরন করে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২৪ উপলক্ষে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে র্যালী ও সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন বাগেরহাট জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়।
র্যালী ও সমাবেশ শেষে বিআরটিএ সার্কেল, বাগেরহাট এর আয়োজনে বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন, ওভারটেকিং, মহাসড়কে দ্রুতগতির পাশাপাশি ধীরগতির যানবাহন একসাথে চলা, উল্টোদিক হতে গাড়ি চালানো, এবং লিংক রোড থেকে হঠাৎ থ্রি হুইলার মহাসড়কে উঠে আসা সহ নানাবিধ কারণে মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।
পুলিশ সুপার মহোদয় সমাবেশে উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবদের উদ্দেশ্যে বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না। তাই মহসড়কে চলাচলের সময় বিভিন্ন ট্রাফিক সংকেত মেনে চলাচলের আহ্বান জানান। তাছাড়া মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে জেলা পুলিশের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে সড়ক আইন মেনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অন্যধারা- ২২-১০-২০২৪
- Advertisement -