ছয় চরণের স্তবক–১১২। হরিৎ বন্দ্যোপাধ্যায়

- Advertisement -
ছয় চরণের স্তবক–১১২
হরিৎ বন্দ্যোপাধ্যায়
রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে
তোমার কানে কানে বলবো
যে কথা আমাকে দিয়েছে নদী
পাখির শরীরের ওম মিলিয়ে দেব তোমার শরীরে
গাছের পাতায় পাতায় লিখব আগামীর পরাগ
ফুলের চন্দনে রঙিন হয়ে উঠবে তোমার ভূগোল।
অন্যধারা/২৫ জুলাই’২০/এসএএইচ
- Advertisement -

আরো পড়ুুর