অন্যধারা ডেস্ক:
সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক,জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল ও বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যানসহ সাত অতিরিক্ত সচিবকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ডিসেম্বর,২০২১) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এমন রদবদল করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সরকারি কর্মচারী হাসপাতালের নতুন পরিচালক হয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিন-উল আহসান। সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমানকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পলাশ কান্তি বালা কে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে বিদ্যুৎ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব আবুল খায়ের মো. আমিনুর রহমানকে।
এছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সানজিদা সোবহানকে বদলি করা হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগে। সনাতন ধর্মাবলম্বীদের মন্দির নির্মাণ ও সংস্কার প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রণজিৎ কুমারকে দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (অতিরিক্ত সচিব) মো. নুরুল আলমকে বদলি করা হয়েছে শিল্প মন্ত্রাণালয়ে।
সাপ্তাহিক অন্যধার//আর এম