জন্মদিনে কেক খেয়ে অনন্ত বললেন ‘হায় হায় আমি রোজা’

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

চিত্রনায়ক অনন্ত জলিলের জন্মদিন সোমবার (১৭ এপ্রিল)। এ উপলক্ষে বেলা ১১ টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে শুভাকাঙ্খী এবং সাংবাদিকদের সঙ্গে দেখা করেন দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন তার আসন্ন সিনেমা ‘কিল হিম’-এর পরিচালক মোহাম্মদ ইকবাল।

সেখানে সিনেমাটি নিয়ে কথা বলার পাশাপাশি সাংবাদিক-শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করেন এই চিত্রনায়ক। সেখানে সঙ্গে তার দুই ছেলেকে নিয়ে কাটেন জন্মদিনের কেক। এসময় অনন্তের মুখে কেক তুলে দেন পরিচালক ইকবাল।

কেক খাওয়ার সময় পাশে থেকে কেউ একজন বলেন, ‘ভাই রোজা-রোজা’, সে সময় অনন্ত বলেন, ‘হায় হায় আমি রোজা।’ সঙ্গে সঙ্গে মুখ থেকে কেক ফেলে দেয়ার চেষ্টা করেন এই চিত্রনায়ক।

এদিকে এদিন ‘কিল হিম’ সিনেমার ট্রেইলার ও গান প্রকাশ করার কথা থাকলেও চিত্রনায়িকা বর্ষা দেশের বাইরে থাকার তা স্থগিত করা হয়েছে। ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি।

খ.র
- Advertisement -

আরো পড়ুুর