জাতিসংঘের ২ বিশেষজ্ঞ হত্যার কারণে কঙ্গোতে ৫১ জনের মৃত্যুদণ্ড

- Advertisement -
- Advertisement -

আন্তর্জাতিক ডেস্ক:

জাতিসংঘের দুই বিশেষজ্ঞ হত্যার দায়ে ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত ৫১ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। প্রায় পাঁচ বছর আগে দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনার তদন্ত করতে গিয়ে জাইদা কাতালান ও মাইকেল শার্প হত্যাকাণ্ডের শিকার হন।

প্রতিবেদনে বলা হয়, বেশ কয়েক ডজন মিলিশিয়া সদস্যের মধ্যে দোষ প্রমাণ হওয়ায় চার বছরের বিচার শেষে কঙ্গোর একটি সামরিক আদালত এ রায় দিয়েছে। তবে দেশটিতে মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ থাকায় তাদের সাজা এখন আমৃত্যু কারাদণ্ড হতে পারে।

দেশটির বিরোধপূর্ণ কাসাই অঞ্চলে সহিংসতার ঘটনা তদন্ত করতে ২০১৭ সালে সুইডিশ নাগরিক জাইদা কাতালান ও মার্কিন নাগরিক মাইকেল হত্যাকাণ্ডের শিকার হন। দুই বিশেষজ্ঞকে হত্যার ঘটনা সারা বিশ্বকে ব্যাপকভাবে নাড়া দেয়।

জানা গেছে, ২০১৭ সালের মার্চে জাইদা ও মাইকেল কাসাই অঞ্চলে যান। সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সহিংসতার ঘটনা তদন্ত করতে গিয়েছিলেন তারা। রাস্তার পাশে গাড়ি থামিয়ে তাদের হত্যা করা হয়। তাদের সাথে থাকা দোভাষীর কাজ করা বেতু তিসিন্তেলাকেও একই সময় হত্যা করা হয়।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর