ট্রেনের টিকেট পেতে এনআইডি কার্ডের জন্য ভোগান্তিতে যাত্রীরা

- Advertisement -
- Advertisement -

মাসুদ সারওয়ার বলেন, জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে টিকিট বিক্রি হচ্ছে এবারই প্রথম। এজন্য ধীরগতি হচ্ছে কিছুটা। তবুও আমরা আপ্রাণ চেষ্টা করছি সাধারণ যাত্রীরা যেন টিকিট পান।

সকাল ৮টা থেকে অনলাইন এবং কাউন্টারে টিকিট বিক্রি শুরু হওয়ার কথা জানান তিনি। গত শনিবার (২৩ এপ্রিল) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। রোববার দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি কার্যক্রম চলছে। ফলে অনেকে রাত থেকে আবার অনেকে ভোর থেকেই লাইনে দাঁড়িয়েছেন।

রোববার (২৪ এপ্রিল) থেকে ২৮ এপ্রিলের টিকিট বিক্রি হচ্ছে। ২৫ এপ্রিল বিক্রি হবে ২৯ এপ্রিলের টিকিট, ২৬ এপ্রিল বিক্রি হবে ৩০ এপ্রিলের টিকিট। আর ২৭ এপ্রিল বিক্রি হবে ১ মে’র টিকিট। এছাড়াও যদি ৩ মে ঈদ হয় তবে ২৮ এপ্রিল বিক্রি হবে ২ মে’র ট্রেনের টিকিট। আগামী ১ মে থেকে বিক্রি হবে ট্রেনের ফিরতি টিকিট।

এ বছরে ঈদযাত্রার সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

দৈনিক অন্যধারা/২৪ এপ্রিল ২০২২/জকাতা

- Advertisement -

আরো পড়ুুর