সৈয়দ মোকাররম
মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রামে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণের অভিযোগে আকাশ ফকির নামে এক যুবককে (২৩)গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আকাশ ফকির উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বাঘরিয়া গ্রামের বোরহান হাওলাদারের ছেলে। সোমবার (০৬ মার্চ) সন্ধ্যার দিকে তাকে গ্রেফতার করা হয়।এ ঘটনায় আকাশ ফকিরকে আসামি করে অপহরণের মামলা করা হয়। এদিকে অভিযোগ এনে যুবকের বিরুদ্ধে মামলা করেছে পরিবার।মামলা সূত্রে জানাগেছে, বালিগ্রামের স্কুল শিক্ষার্থীকে একই গ্রামের আকাশ ফকির প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।গত ১ মার্চ কিশোরী নানা বাড়ীতে যাওয়ার পথে নিখোঁজ হয়।পরে পরিবার অনেক খোঁজাখুঁজির পরে কোন সন্ধান না পেয়ে তার মুঠোফোনে ফোন দেয়। আকাশ ফকির ফোন রিসিভ করে কিশোরীর পরিবারকে জানায়, তার মেয়েকে সে ভালবাসে।তার প্রেমের সম্পর্ক মেনে নেওয়ার কথা জানানো হয়।এ বিষয়ে কিশোরীর পিতা বলেন, আমার মেয়েকে জোর করে ছয়দিন অপহরণ করে রেখেছিল বখাটে আকাশ ফকির আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান বলেন,কিশোরীকে অপহরণের ঘটনায় ডাসার থানায় গত ১ই মার্চ একটি সাধারণ ডায়েরি (জি.ডি) করা হয়। জিডির পর থেকে ভুক্তভোগীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে আসামিসহ ভুক্তভোগীকে উদ্ধার করে মঙ্গলবার জেল হাজতে প্রেরণ করা হয়।অপহরণের শিকার ছাত্রীর জবানবন্দি রেকর্ডের জন্য বিচারকের কাছে হাজির করা হবে। এছাড়া মেয়েটির মেডিকেল পরীক্ষা হবে। পরীক্ষার প্রতিবেদন হাতে পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক অন্যধারা/ এইচ