ডিভোর্সের আগেই অন্য পুরুষের প্রেমে মত্ত নওয়াজের স্ত্রী, প্রেমিকের সঙ্গে ছবি প্রকাশ

- Advertisement -
- Advertisement -

বিনোদন ডেস্ক :

বিগত কয়েকমাস ধরে সংবাদের শিরোনামে এসেছে বলিউডের ভার্সেটাইল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও স্ত্রী আলিয়া সিদ্দিকীর পারিবারিক কলহ। অভিনেতার বিরুদ্ধে খাবার না দেয়া, পারিবারিক সহিংসতা, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন তার স্ত্রী। আর এই বিষয়গুলো নিয়ে দুই পক্ষই আইন-আদালত পর্যন্ত পৌঁছে গেছেন। চলমান সেই আইনি প্রক্রিয়া।

এদিকে এখনও দুজনের ডিভোর্স না হলেও এরই মাঝে নতুন প্রেমের খবর জানালেন নওয়াজের স্ত্রী। ইনস্টাগ্রামের এক ব্যক্তির সঙ্গে একটি ছবি প্রকাশ করে আলিয়া লিখেছেন, ‘আমি যে সম্পর্কটিকে মূল্যবান মনে করেছি তা থেকে বেরিয়ে আসতে ১৯ বছরেরও বেশি সময় লেগেছে। কিন্তু আমার জীবনে, আমার সন্তানরা আমার অগ্রাধিকার, তারা সবসময় ছিল এবং থাকবে।

‘যাইহোক, এমন কিছু সম্পর্ক আছে যা বন্ধুত্বের চেয়ে বড় এবং এর বাইরেও, এই সম্পর্কটি একই সম্পর্ক। আমি এটি নিয়ে খুব খুশি, তাই আপনাদের সবার সঙ্গে আমার আনন্দ ভাগ করে নিলাম। আমার কি সুখী হওয়ার অধিকার নেই?’

ছবি প্রকাশ করলেও সেই ব্যক্তির নাম-পরিচয় কোনো কিছু প্রকাশ করেননি আলিয়া।

এদিকে নওয়াজের সঙ্গে ডিভোর্সের আগেই নতুন পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ায় কটাক্ষের শিকার হয়েছেন তিনি। কেউ কেউ লিখেছেন, এ জন্যেই নওয়াজের বদলাম করলেন।

নওয়াজের সঙ্গে তার স্ত্রীর সম্পর্কের তিক্ততা এখন সবার-ই জানা। আলিয়ার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন নওয়াজের মা মেহেরুন্নিসা সিদ্দিকী। দীর্ঘদিন ধরেই একটি সম্পত্তির অধিকার নিয়ে আইনি বিবাদ চলছিল শাশুড়ি-বউমার। তাই নিয়েই চরমে পৌঁছায় ঝামেলা।

ডি.ও // র হ খ
- Advertisement -

আরো পড়ুুর