তোমায় ভালোবসি বলে
শাহীন চৌধুরী
তোমায় ভালোবাসি বলে প্রতিদিনই রবি
জ্যোতি ছড়ায় ভোরের আকাশে
দুর্বা ঘাসের পাতায় বিন্দু বিন্দু শিশির কণা
হীরের টুকরো হয়ে তোমায় উপহার দেয়
নাকফুল।
সোনালী রোদে প্রজাপতিরা
ডানা মেলে বয়ে বেড়ায় ভালোবাসার বার্তা।
তোমায় ভালোবাসি বলে সাগরের নীল ঢেউ
আছড়ে পরে সেন্টমার্টিনের প্রবাল পাথরে
জ্যোৎস্নার অলোয় ঝিঝি পোকারা আলস্যহীন
গেয়ে যায় গান।
বাগানের লাল গোলাপগুলো
রং-এর হোলি খেলায় মেতে ওঠে-
যেন নেশায় মদমত্ত ভ্রমরের আলিঙ্গনে।
তোমায় ভালোবাসি বলে আকাশ রাখেনি সীমানা
নাসার মহাকাশচারিদের যন্ত্রযান থেমে যায়
মহাশূণ্যে।
গ্রামের বালিকা বধু নদীতে
জল আনতে গিয়ে অলক্ষ্যে হারায় কানের দুল
ব্যস্তনগরীর রিক্সাচালকদের প্রতিফোটা ঘামে
জন্ম নেয় একেকটি প্রতিবাদী শিশু।
তোমায় ভালোবাসি বলে কোকিলের সুর
আজও সুমধুর। এখনো মানুষ দেখে স্বপ্ন
সুদিনে আশায় পথ চেয়ে চেয়ে-
সাহারার চোরাবালিতে গড়ে তোলে বসতি
ভূমধ্যসাগরের পথহারা ভয়ার্ত নাবিক
অবশেষে খুঁজে পায় কাঙ্খিত বন্দর
শুধু তোমায় ভালোবাসি বলে।
দৈনিক অন্যধারা/ এইচ