অন্যধারা ডেস্ক:
মহামারী করোনার ভয়াভহতা না কাটতেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রভাবে বিশ্ব নড়েচড়ে বসেছে। ওমিক্রনের প্রভাবে বাংলাদেশে নতুন করে আরও একজন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।
শনিবার (৮ জানুয়ারি,২০২২) জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) সূত্রে এমন তথ্য জানা যায়।
জিআইএসএআইডি জানায়, ওমিক্রনে আক্রান্ত ঐ ব্যক্তির নমুনা গত ২৮ ডিসেম্বর সংগ্রহ করা হয়। তিনি একজন পুরুষ এবং তার বয়স ২২ বছর। সে এখন ঢাকায় অবস্থান করছেন।
জিআইএসএআইডি সূত্রে আরও জানা যায়, ওমিক্রনে আক্রান্ত ২১ জনের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ১৪ জন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি,২০২২) দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ছিল ১০ জন। জিআইএসএআইডি সূত্রে ওমিক্রন আক্রান্তেরে তথ্য বলে,৩১ ডিসেম্বর ৩ জনের দেহে,২৮ ডিসেম্বর সন্ধ্যায় ১ জন এবং রাতে ৩ জনের দেহে, ২৭ ডিসেম্বর রাতে আরও ১ জনের দেহে ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়।
গত ১১ ডিসেম্বর বাংলাদেশে প্রথম দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়। বর্তমানে তারা সুস্থ আছেন।
দৈনিক অন্যধারা//আর এম