দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা পাবেন সরকারী প্রাথমিকের প্রধান শিক্ষকরা

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রেখে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করে দ্বিতীয় শ্রেণির গেজেটেড কর্মকর্তার পদমর্যাদা দিয়েছেন । আইনজীবীরা জানিয়েছেন, দেশের প্রায় ৫২ হাজার শিক্ষক এই সুবিধা পাবেন।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি,২০২২) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।

জানা যায়,২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড করাসহ গেজেটেড পদমর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ২০১৪ সালের ৯ মার্চ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন উভয় ক্ষেত্রেই প্রবেশ পদে বেতন স্কেল দশম গ্রেড করাসহ গেজেটেড পদমর্যাদা কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এমন রায় দেন।

হাইকোর্ট হিসাবরক্ষণ অফিস থেকে প্রধান শিক্ষকদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা নিতে আয়ন-ব্যয়ন কর্মকর্তার ক্ষমতা দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে রিটের চূড়ান্ত শুনানির সময় উপস্থিত ছিলেন আইনজীবী সালাহউদ্দিন দোলন। তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদটি দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন। মন্ত্রণালয় এ সময় কৌশলে প্রধান শিক্ষকদের বেতন স্কেল প্রবেশ পদে প্রশিক্ষণপ্রাপ্তদের ১১তম গ্রেড ও প্রশিক্ষণবিহীনদের ১২তম গ্রেড নির্ধারণ করে।

উল্লেখ্য সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির ৪৫ জন প্রধান শিক্ষক হাইকোর্টে এ রিট  করেছিলেন।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর