অন্যধারা ডেস্ক
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে প্রচারণাকালে এক নারী সদস্যপ্রার্থী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করলে পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- বাগমারার মাহাবুর রহমান (২৮), আকবর হোসেন (৩৫), সোহেল রানা (২৪), দুলাল হোসেন (২৫) ও ফজলুর রহমান (৪৮)।
এতে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও দুজনকে আসামি করে মামলা করেন। এরপর পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে। শনিবার পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান।
ধর্ষণের শিকার ওই নারী সদস্যপ্রার্থী বলেন, নির্বাচনী প্রচারণার কাজে আমার স্বজনকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে যাচ্ছিলাম। এমন সময় অতর্কিতভাবে বহিরাগত কারা যেন আমার ওপর হামলা করে। পরে তারা আমাকে তুলে নিয়ে অস্ত্রের মুখে দলবদ্ধ শারীরিকভাবে লাঞ্ছিত করে।
তিনি আরও বলেন, প্রচারণা চালাতে গিয়ে যেহেতু আমাকে নির্যাতনের শিকার হতে হয়েছে। তাই এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই আমি মাঠে আবার নামবো।
দৈনিক অন্যধারা/ এইচ