নির্বাচন নিয়ে বাংলাদেশকে যে বার্তা দিতে চায় ভারত

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি বার্তা দিতে চায় ভারত। আগামী মাসে জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই সফরেই শেখ হাসিনাকে দু’টি স্পৃষ্ট বার্তা দিতে পারে ভারত। দুটি বার্তার মধ্যে রয়েছে, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠু হতে হবে এবং আওয়ামী লীগকে সকল চীনপন্থি ও ইসলামপন্থি নেতাকে ঝেড়ে ফেলতে হবে এবং নির্বাচনে অসাম্প্রদায়িক ও জনপ্রিয় প্রার্থীদের বেছে নিতে হবে। ভারতের নিরাপত্তা সংস্থার (সিকিউরিটি এস্টাবলিশমেন্ট) একটি সূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দুই বার্তা দেওয়া হতে পারে বলে নিশ্চিত করেছে। আর এই বার্তা বাংলাদেশে ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক ঐকমত্যের ইঙ্গিত দেয়। সংস্থাটির জানায়, বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক আলোচনা হয়েছে। ২০১৮ সালের নির্বাচন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্য থাকলেও আসন্ন নির্বাচন নিয়ে এই দু’দেশ একই অবস্থানে রয়েছে। জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ বার্তাই দেওয়া হবে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে দাবি করে আসছেন, শেষ দু’টি জাতীয় নির্বাচনে বাংলাদেশের গণতান্ত্রিক মানদণ্ড নিয়ে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো সন্দেহ পোষণ করেছিল।

২১-০৮-২০২৩ইং

- Advertisement -

আরো পড়ুুর