বয়স ৬৫ পার হলে হজে যেতে পারবেন না এবার

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

সোমবার  ২৫ এপ্রিল ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান জানান, এবার ৬৫ বছরের বেশি বয়সীরা পূর্বে নিবন্ধন করা থাকলেও হজে যেতে পারবে না । সচিবালয়ে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি। 

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের ‘ইসলামিক অর্থ ব্যবস্থাপনায় ডিজিটাল লেনদেন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম।

প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর হজ ব্যবস্থাপনা শেষ করতে ৪-৬ মাস সময় পাওয়া গেলেও এবার মাত্র ৩৪ দিন সময় পাওয়া গেছে। এজন্য আমরা শুক্র ও শনিবার অফিস খোলা রেখে কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, যারা হজ করার নিয়তে পূর্বে নিবন্ধন করেছেন কিন্তু বয়স ৬৫ পার হয়ে গেছে তারা এবার হজে যেতে পারবেন না।

দৈনিক অন্যধারা/২৫ এপ্রিল ২০২২/আর এম

- Advertisement -

আরো পড়ুুর