প্রথম আলোর পত্রিকার সম্পাদক গ্রেফতার ইস্যুতে যা বললেন আইজিপি

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

প্রথম আলোর সম্পাদককে গ্রেফতারের বিষয়ে আইনমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না- জানতে চাইলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, ‘দেখেন আপনারা। ওয়েট অ্যান্ড সি।’

রোববার (২ এপ্রিল) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর সঙ্গে কী বিষয়ে আলোচনা হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রফেশনাল কিছু বিষয় ছিল। পুলিশ রিলেটেড কিছু বিষয় ছিল। এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বিভিন্ন আইন-কানুন সংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। আমরা আমাদের প্রফেশনাল ইস্যু নিয়ে ডিসকাস করতে এসেছি।

ডিজিটাল নিরাপত্তা আইনে একজন সাংবাদিক গ্রেফতার আছেন, সে বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো কথা হয়নি। এ জিনিসটা আমি বলতে চাচ্ছি না। আমাদের বিভিন্ন আইন-কানুনে যে কার্যক্রম আছে এবং প্রফেশনালি যেসব আইন বিবেচনাধীন, এসব বিষয়ে কথাবার্তা বলেছি। ফুললি প্রফেশনাল ইস্যু।

প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে, এ নিয়ে আপনাদের কোনো নির্দেশনা আছে কি না, যে কোনো সময় গ্রেফতার হবেন তিনি, এমনটা শোনা যাচ্ছে- এ বিষয়ে আইজিপি বলেন, ‘এটা দেখেন আপনারা। ওয়েট অ্যান্ড সি।

 

খ.র

- Advertisement -

আরো পড়ুুর