অন্যধারা ডেস্ক :
‘দ্য কেরালা স্টোরি’র সুবাদে রাতারাতি বেশ জনপ্রিয়তা পেয়েছেন সিনেমাটির নায়িকা আদা শর্মা। দিন কয়েক আগেই তার মোবাইল নম্বর ফাঁস হওয়া নিয়ে ঝামেলায় পড়েছিলেন। সেসব সমস্যা যদিও মিটেছে, তবে এবার অন্য এক কারণে খবরের শিরোনামে তিনি। এবার ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গবৈষম্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
অভিনেত্রীর অভিযোগ, সেটে নায়কদের আগে নায়িকাকে কলটাইম দেয়া হয়। নায়করা না আসা অবধি ঠায় পায়ে বসিয়ে রাখা হয় নায়িকাদের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী দাবি করেন যে, এই প্রথম বলিউডের কোনো নারীকেন্দ্রিক সিনেমা ২০০ কোটি রুপির বেশি ব্যবসা করতে পেরেছে। সেই সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির লিঙ্গ বৈষম্য নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানানো হয়, সেই সাক্ষাৎকারে আদা শর্মা বলেন, ‘সব জায়গাতেই ভালো-খারাপ দেখেছি। তবে এটা দেখে খুব অবাক লেগেছিল যে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে নায়িকাদের আগে কলটাইম দেয়া হয়। তারপর তাদের বসিয়ে রেখে ওদিকে হিরোদের ম্যানেজারকে ফোন করে বলা হয়- হিরোইন তো এসে গেছে, হিরোকে এবার আসতে বলুন। এই লিঙ্গবৈষম্যের বিষয়টাই আমার অপছন্দের। এরকম পরিবেশে কাজ করতে আমার ভাল লাগে না।’
উল্লেখ্য, এপর্যন্ত হিন্দি, তামিল, তেলেগু ও মালয়ালাম সিনেমাতেও অভিনয় করেছেন আদা শর্মা। এবার তার অভিনীত ‘দ্য কেরালা স্টোরি’ বক্সঅফিসে ২০০ কোটি রুপির বেশি আয় করেছে।
ডি.ও // র হ খ