অন্যধারা ডেস্ক:
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুটা হেঁটে এবং কিছুটা গাড়িতে চড়ে স্বপ্নের পদ্মা সেতু পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।
শুক্রবার (৩১ ডিসেম্বর,২০২১) সকাল সোয়া ৭টার দিকে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান তিনি।
গাড়ি থেকে নেমে প্রধানমন্ত্রী ছোট বোন রেহানাকে সাথে নিয়ে সেতুর ৭ থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ হাঁটেন। এ সময় তার সাথে আরও অনেকেই ছিল। পরে জাজিরা প্রান্তে সার্ভিস এরিয়া-২ এ প্রধানমন্ত্রী নাস্তা করেন। পদ্মা সেতু প্রকল্প সংশ্লিষ্টরা নাস্তার আয়োজন করেন।
জানা যায়,পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। সেতুটি দ্বিতল বিশিষ্ট যার নিচ দিয়ে রেলপথ ও ওপর দিয়ে সড়কপথ থাকবে। সেতুর প্রায় ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি) মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে এবং নদী শাসনের কাজ করছে দেশটির আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। ২০২২ সালের ৩০ জুন যান চলাচলের জন্য উদ্বোধন করা হবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৫ সালের ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক পদ্মা সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন। ২০১৮ সালে ১৪ অক্টোবর সেতুর রেল সংযোগ উদ্বোধন এবং সেতু পরিদর্শন করেন।
সাপ্তাহিক অন্যধারা//আর এম