বন্ধ হচ্ছে না টিকার প্রথম ডোজ

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

করোনা সংক্রমন প্রতিরোধে এক দিনে এক কোটি ডোজ টিকা প্রয়োগের মাধ্যমে (২৬ ফেব্রুয়ারি,২০২২) টিকার প্রথম ডোজ নেওয়া বন্ধ করে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পূর্বে। কিন্তু টিকা নিতে মানুষের ব্যাপক আগ্রহ দেখে টিকার প্রথম ডোজ নেওয়ার সময় আরও দু-দিন (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত বাড়ানো হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি,২০২২) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি আরও বলেন, চলমান টিকা কর্মসূচি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চললেও আমাদের স্বাভাবিক টিকা কার্যক্রম চলমান থাকবে। তখন যদি কেউ দ্বিতীয় ডোজ আর বুস্টার ডোজের পাশাপাশি প্রথম ডোজ নিতে আসে তাকেও আমরা টিকা দেব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট অনুযায়ী আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১২ কোটি। কিন্তু আমরা টিকার উপযুক্ত সবাই কে টিকা দিব।

- Advertisement -

আরো পড়ুুর