অন্যধারা ডেস্ক:
এলিট ফোর্স র্যাবের ৭ কর্মকর্তার ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যাওয়া আমেরিকার ভুল ছিল বলেই পরে সেটা তারা পরে স্বীকার করেছে। একই ভুল আমেরিকা ভিয়েতনাম ও আফগানিস্তানে করেছে। আমি মনে করি, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে আমেরিকা সেরকম কোনো ভুল করবে না।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি,২০২২২) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এমন কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, স্বাধীনতার সময় থেকে আমেরিকা বিভিন্নভাবে আমাদের সহায়তা করছে। তারা আমাদের উন্নয়ন সহযোগী । তাদের সাথে আমরা অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। র্যাবের বিরুেদ্ধে নিষেধাজ্ঞা দেওয়াটা আমেরিকার ভুল । তারা ভুল তথ্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত নিয়েছে এতে তাদের অনেক ব্যর্থতা রয়েছে।
বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী বড় ভূমিকা পালন করেছিল তা আমেরিকা বিবেচনায় নেয়নি মন্তব্য করে কৃষিমন্ত্রী বলেন, সারাবিশ্বে আইএস বেড়ে গিয়েছিল ট্রাম্প সেটা সফলভাবে নিয়ন্ত্রণ করেছে। বাংলাদেশের জঙ্গিবাদ নিয়ন্ত্রণ করা হয়েছে তারচেয়েও দ্রুততম সময়ে।
তিনি আরও বলেন, জঙ্গিনিমূলে আমেরিকাও তখন আমাদের অভিনন্দন জানিয়েছে। কিন্তু সেই কাজটি র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীই করেছে। তাদের নিষেধাজ্ঞায় বলা হয়েছে র্যাব ৬০০ মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে। এমন তথ্যের আলোকে নিষেধাজ্ঞা দেওয়া আমেরিকার একটা ভুল সিদ্ধান্ত।
কৃষিমন্ত্রী বলেন, আমি আমার নিজের এলাকার কথা বলতে পারি। টাঙ্গাইলে একজন বিএনপির কর্মী গত ১৩ বছরে আওয়ামী লীগের শাসনামলে গ্রেফতার হয়নি। রাজনৈতিক কারণে কেউ গ্রেফতার হয়নি। যারা গ্রেফতার হয়েছে তারা মানুষ হত্যা করেছে, তারা জঙ্গি।
দৈনিক অন্যধারা//আর এম