বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী গতকাল মারা গেছেন

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, জিয়াউর রহমানের ভাতিজা মাহবুব আল আমিন ডিউ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল (২৪ ফেব্রুয়ারি, শুক্রবার) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ‌্য জানায়, মৃত্যুকালে মাহবুব আল আমিন ডিউ’র বয়স হয়েছিল ৬৪ বছর। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মাহবুব আল আমিনের মৃত্যুর খবর শুনে হাসপাতালে ছুটে যান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান, শিমুল বিশ্বাস এবং চিকিৎসক সবুজ আহমেদসহ দলীয় নেতারা। মরহুমের নামাজে জানাজা হয় আজ (২৫ ফেব্রুয়ারি, শনিবার ) বাদ জোহর সোবহানবাগ জামে মসজিদে । পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।
দৈনিক অন্যধারা / ২৫-০২-২০২৩
- Advertisement -

আরো পড়ুুর