অন্যধারা ডেস্ক:
ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবককের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জানুয়ারি,২০২২) খুব সকালে নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া কৃষ্ণস্বদা সীমান্তে ২৩৬ নম্বর পিলারের ১এস (মেইন পিলার) এর কাছে এমন ঘটনা ঘটে।
বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত হবার বিষয়টি নিশ্চিত করেন, নওগাঁ জেলায় দায়িত্বরত বিজিবি- ১৬ এর সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল কবির ।
তিনি আরও বলেন, বিএসএফের গুলিতে নিহত মকবুল ওরফে সালাউদ্দিনের মৃতদেহ বাংলাদেশ-ভারত সীমান্তের ২০০ গজ ভেতরে (ভারতীয় সীমান্ত) থাকায় হস্তান্তরের জন্য বিএসএফের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় সকালে কাজ করতে গিয়ে তারা দেখতে পায় বাংলাদেশ-ভারত সিমান্তে ওই যুবকের মরদেহ পড়ে আছে। পরে স্থানীয় কেউ সাপাহার থানায় এবং ১৬ বিজিবি ক্যাম্পে খবর দেন।
দৈনিক অন্যধারা//আর এম