স্পোর্টস ডেস্ক :
ঢাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা করেছে মেট্রোরেল। এবার এই মেট্রোরেলে দেখা গেলো ব্যতিক্রমী এক আয়োজন। বিপিএল ফাইনালের আগে অংশগ্রহণকারী দুই দলের অধিনায়কের আনুষ্ঠানিক ফটোসেশন হলো সেখানে। বিপিএলের নবম আসরের ফাইনাল আগামীকাল (১৫ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স আর ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আজ দুই দলের অধিনায়কের ফটোসেশন হয় আগারগাঁওয়ে।
সিলেটের অধিনায়ক মাশরাফি ফটোসেশনে উপস্থিত থাকতে পারেননি। তিনি নড়াইল গেছেন সেখানে প্রধানমন্ত্রী অনলাইনে কিছু কার্যক্রমের উদ্বোধন করবেন। মাশরাফি সেই অনুষ্ঠানে যোগ দিতে গেছেন। সিলেটের মিডিয়া ম্যানেজার মিনহাজউদ্দীন জানায়, মাশরাফির বদলে আনুষ্ঠানিক ফটোসেশনে সিলেটের প্রতিনিধি হিসেবে ছিলেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কুমিল্লার অধিনায়ক হিসেবে যথারীতি ছিলেন ইমরুল কায়েস।
দৈনিক অন্যধারা / ১৫-০২-২০২৩