বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা কমানো হয়েছে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

সরকারের সিদ্ধান্তে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা কমানো হয়েছে। এর ফলে ৪০ বা তার ঊর্ধ্ব বয়সীরা বুস্টার টিকা নিতে পারবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার (৩০ জানুয়ারি,২০২২) রাজধানীর মহাখালী বিসিপিএস প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

উল্লেখ্য, ২০২১ সালের ১৯ ডিসেম্বর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ নার্স রুনু ভেরোনিকা কস্তাকে প্রথম বুস্টার ডোজ দেওয়ার মাধ্যমে করোনার তৃতীয় ডোজ দেওয়া শুরু হয়। প্রথম দিকে ষাটোর্ধ্ব নাগরিক ও সম্মুখসারির কর্মীদের বুস্টার ডোজ দেওয়া হত। পরে বয়সসীমা কমিয়ে ৫০ করা হলেও এবার আরেক ধাপ কমিয়ে ৪০ বছর করা হলো।

জনা যায়,  দ্বিতীয় ডোজ পাওয়ার ছয় মাস পরই শুধু বুস্টার ডোজ নেওয়া যাচ্ছে। যারা দুই ডোজ টিকা নিয়েছেন তারা বুস্টার ডোজ হিসেবে তৃতীয় ডোজ পাচ্ছেন। তাদেরকে নতুন করে নিবন্ধন করার দরকার নাই।

দৈনিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর