নিজস্ব প্রতিবেদক:
বৃটেন থেকে অসাধারন সাফল্যের স্বাক্ষর রেখে ব্যারিস্টারি পাস করেছেন হামিদুল ইসলাম শামীম।
গত বৃহস্পতিবার (১৬ মার্চ) বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিংকন্স ইন থেকে তিনি এ ব্যারিস্টারি পাস করেন।
তিনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত শিবালয় উপজেলার নীলগ্রাম এর শামসুল হক ও হামিদা আক্তারের পুত্র সন্তান।
তিনি City University of London থেকে Bar professional Training course অর্জন করেন।
এর আগে তিনি London Southbank University থেকে এল.এল. বি এবং City University of London থেকে এল.এল.এম পাস করেন।
তিনি যথাক্রমে ঢাকা কর্মাস কলেজ থেকে এইচ এস সি এবং রুপসা ওয়াহেদ আলী হাই স্কুল থেকে এসএসসি পাস করেন।
বর্তমানে তিনি একটা Law Firm এ কর্মরত আছেন।
তিনি ও তার বাবা মা যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছেন। তিনি সবার কাছে দোয়া প্রার্থী।
অন্যধারা/২৩ মার্চ-২০২৩/ এসএএইচ