ব্রাজিল ও রিয়াল দুই দলেই কোচ হিসেবে আনচেলত্তিকে চান ভিনিসিয়াস

- Advertisement -

- Advertisement -
স্পোর্টস ডেস্ক :

কাতার বিশ্বকাপে ব্রাজিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর দলটির কোচের পদ ছেড়ে দেন তিতে। এরপর থেকে এখনও কোচের সন্ধানে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। মধ্যখানে গুঞ্জন উঠেছে  রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নামে। এবার সে গুঞ্জন আরও জোারালো করলো ব্রাজিলিয়ান তরুণ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আনচেলত্তিকে ‘বিশ্বসেরা’ উল্লেখ করে তার অধীনে ব্রাজিলের হয়েও খেলতে চান বলে মন্তব্য করেছেন ভিনি। এর আগে ব্রাজিলিয়ান গোলরক্ষক এদেরসনও আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনার কথা বলেন।

ব্রাজিলের কোচ হিসেবে অ্যানচেলত্তি উপযুক্ত ব্যক্তি বলে বিশ্বাস ভিনির

ব্রাজিল ফুটবল কনফেডারেশনের  (সিবিএফ) কাছ থেকে প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন কার্লো আনচেলত্তি নিজেও। বুধবার (১২ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চেলসির বিপক্ষে ২-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদ। ম্যাচটিতে গোল না পেলেও দুইটি অ্যাসিস্টই করেছেন ভিনিসিয়ুস। দুর্দান্ত পারফরম্যান্সে হয়েছেন ম্যাচ সেরাও।

ম্যাচ শেষে ভিনিসিয়ুস বলেন, আনচেলত্তি বিশ্বের সেরা কোচ। আমার কাছে এবং দলের সবার কাছেও সে সেরা।’ এরপরই আনচেলত্তির অধীনে ব্রাজিল দলেও খেলতে চাওয়ার কথা জানান ভিনি, ‘আশা করি তিনি আমাকে রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল দুই দলেই অনুশীলন করাবেন। রিয়েলে ভবিষ্যৎ খেলতে চাওয়ার আশা প্রকাশ করে ভিনি বলেন, ‘আমি সারা জীবন রিয়ালে থাকতে চাইব। এটা পৃথিবীর সেরা ক্লাব। চ্যাম্পিয়নস লিগে খেলা দারুণ ব্যাপার।

দৈনিক অন্যধারা / ১৩-০৪-২০২৩

- Advertisement -

আরো পড়ুুর