ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত,গুরুতর দগ্ধ প্রতিরক্ষাপ্রধান,নিহত ৫

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

ভারতের প্রতিরক্ষাপ্রধান ও সাবেক সেনাপ্রধান বিপিন রাওয়াতকে বহনকারী একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময় তার সঙ্গে ছিলেন  তার স্ত্রী মধুলিকা ও ১৪ সামরিক সেনা কর্মকর্তা।

ভারতের তামিলনাড়ু রাজ্যের কুন্নুর জঙ্গলে বুধবার (৮ ডিসেম্বর,২০২১) সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এমআই সিরিজের ওই হেলিকপ্টারটি সুলুর এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই নীলগিরি জেলার কুন্নুরে বিধ্বস্ত হয়।

জানা যায়,হেলিকপ্টারটি নীলগিরি জেলার ওয়েলিংটন ডিফেন্স সার্ভিস ট্রেইনিং ইনস্টিটিউশনের উদ্দেশে যাত্রা করেছিল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে ঘটনাটি জানানো হয়েছে। সামরিক এই হেলিকপ্টার দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে দেশটির বিমান বাহিনীর এক টুইট বার্তায় জানানো হয়েছে।

সাপ্তাহিক অন্যধারা//আর এম

- Advertisement -

আরো পড়ুুর