অন্যধারা ডেস্ক:
২০১৯ সালে বগুড়ার ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী মাঈশা ফাহমিদার আত্মহত্যার ঘটনায় জড়িত মো. মোত্তাকিন খানকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২ এপ্রিল) এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, মাঈশা ফাহমিদা আবির আহমেদ নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের খাতিরে তার কাছে কিছু আপত্তিকর ছবি ছিল। পরে এসব আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখালে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ২০১৯ সালের ১৮ জুন রাতে মাঈশা নিজ বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
এ ঘটনায় তার বাবা ঘটনার প্রায় দুই মাস পর ২১ আগস্ট সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা এবং ২৬ আগস্ট বগুড়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আবির আহমেদ ও শাহরিয়ার অন্তু নামের দুই তরুণের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করে।
র্যাবের অধিনায়ক জানান, মামলার তদন্তে আসামি আবির আহমেদ ও শাহরিয়ার অন্তুর দেওয়া তথ্য অনুযায়ী তরুণ-তরুণীর আপত্তিকর ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে মো. মোত্তাকিন খানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। পরে আদালত মোত্তাকিনকে গ্রেফতারের নির্দেশ দিলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খ.র