অন্যধারা ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আগামী ডিসেম্বরে গণতন্ত্র সম্মেলনের আয়োজন করা হয়েছে। জো বাইডেনের উদ্যোগে এই সম্মেলন ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে ১১০টির বেশি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার (২৪ নভেম্বর,২০২১)এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
এছাড়াও মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ১১০টি দেশের তালিকা প্রকাশ করা হয়।যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে ভারত, মালদ্বীপ, নেপাল ও পাকিস্তান আমন্ত্রণ পেলেও এই আয়োজনে বাংলাদেশ বাদ পড়েছে । সম্মেলনে বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশ চীন। তাইওয়ান কে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েল ও ইরাক ছাড়া আর কোনো দেশই যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পায়নি।সম্মেলনে আমন্ত্রিত রাষ্ট্র ও সরকার প্রধানরা আগামী ৯ ও ১০ ডিসেম্বর ভার্চু্য়ালি গণতন্ত্র সম্মেলনে অংশ নেবেন।
সাপ্তাহিক অন্যধারা//আর এম