মালয়েশিয়ার এই জনপ্রিয় অভিনেত্রী বিচ্ছেদ চাইলেন

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক :

২০১২ সালের ৩ নভেম্বর মালয়েশিয়ার অভিনেতা ফরিদ কামিলকে বিয়ে করেন ডায়ানা। ফরিদ ‘রেম্প ইট’, ‘লেজেন্ডা বুদাক সেতান’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পেয়েছেন ফরিদ। অভিনয়ের পাশাপাশি নির্মাণও করেছেন ফরিদ।

স্বামী, অভিনেতা ফরিদ কামিলের সঙ্গে ডায়ানা

স্বামী, অভিনেতা ফরিদ কামিলের সঙ্গে ডায়ানা

ডায়ানার জন্ম যুক্তরাষ্ট্রে; বেড়ে ওঠা মালয়েশিয়ায়। মাত্র ১১ বছর বয়সে টেলিভিশনে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। এরপর টিভি ও সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি।

ডায়ানা বিচ্ছেদ চাইলেও ফরিদ বিচ্ছেদ চান না; তিনি বলেন, ‘আমি ডায়ানাকে ভালোবাসি, আমি বিচ্ছেদ আটকানোর চেষ্টা করছি।’
ফরিদ ও ডায়ানার সংসারে ১০ বছর ও ৮ বছর বয়সী দুই সন্তান রয়েছে।
ডায়ানার জন্ম যুক্তরাষ্ট্রে; বেড়ে ওঠা মালয়েশিয়ায়। মাত্র ১১ বছর বয়সে টেলিভিশনে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর। এরপর টিভি ও সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে।

 

খ.র // দৈনিক অন্যধারা

- Advertisement -

আরো পড়ুুর