অন্যধারা ডেস্ক:
আসন্ন জাতীয় বইমেলায় মাস্ক ছাড়া ঘোরা যাবে না। এছাড়া বইমেলায় সংশ্লিষ্ট সবাইকে নিতে হবে করোনার টিকা।
রোববার (২৩ জানুয়ারি,২০২২) দুপুরে এমন কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডাইরেক্টর অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, যারা বইমেলায় যেতে ইচ্ছুক তাদের সবাইকে নিতে হবে করোনা টিকা। শুধু তাই নয় মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি, পরিধান করতে হবে মাস্ক। কোন অবস্থায় নাক-মুখ খোলা রেখে বইমেলায় ঘোরা যাবে না। এছাড়া ষাট কিংবা তার চেয়ে বেশি বয়সী যারা বইমেলায় যেতে ইচ্ছুক তাদেরকে বুস্টার ডোজ নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা।
তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানলে করোনা ও করোনার নতুন ধরন ওমিক্রন রোগীর সংখ্যা আরও বাড়বে । কাজেই আমাদেরকে সচেতন হতে হবে,স্বাস্থবিধি মেনে চলতে হবে।
দৈনিক অন্যধারা//আর এম