- Advertisement -
- Advertisement -

টি-টোয়েন্টিতে সিনিয়র ক্রিকেটারদের কেউ থাকছেন না জিম্বাবুয়ে সফরে। আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। আর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। আদতে বিশ্রাম বলা হলেও নানা গুঞ্জন রয়েছে মুশফিক ও মাহমুদউল্লাহর দলে না থাকা নিয়ে। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব নিয়েও সমালোচনা অনেক দিনের।
পারফর্ম না করলেও বাদ দেওয়ার উপায় ছিল না অধিনায়কের পদ থেকে। টিম ম্যানেজম্যান্ট অস্বস্তিতে ছিল এই বিষয়টি নিয়ে। এবার আদতে মাহমুদউল্লাহকে বাদই দেওয়া হয়েছে বিশ্রামের কথা বলে। প্রায় একই রকম ব্যাপারটা মুশফিকের বেলাতেও।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে বিপদে ফেলেছেন বারবার অপরিনামদর্শী শট খেলে। মুশফিকের রেকর্ডও তেমন ভালো না টি-টোয়েন্টি ফরম্যাটে। সবকিছু মিলিয়ে তাকে নিয়েও সমালোচনা ছিল।
পরীক্ষামূলকভাবে মাহমুদউল্লাহ-মুশফিকের মতো সিনিয়র ছাড়াই জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি খেলতে তরুণ দল পাঠাচ্ছে বিসিবি। যদি এই তরুণ দল সেখানে ভালো খেলে তবে শঙ্কায় পড়ে যাবে মাহমুদউল্লাহ-মুশফিকের টি-টোয়েন্টি ক্যারিয়ার। মুশফিক নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন ব্যাপারটা।
শনিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে টাইগার উইকেটরক্ষক ব্যাটার মুশফিক একটি ছবি আপলোড দিয়ে এক রহস্যময় বার্তা দিয়েছেন। যাতে চোখ বন্ধ করে বিশ্রাম নিতে দেখা যাচ্ছে তাকে। টাইগার উইকেটরক্ষককে ক্লান্ত-অবসন্ন দেখা যাচ্ছে। ছবিতে ঘুমের ইমোর সঙ্গে বিস্ময় আর মুখে আঙুল রেখে চুপ করার ইমোজিও ব্যবহার করেছেন তিনি।
কোনো প্র্যাকটিসের সময়ের ছবি হলেও মুশফিক এখন এটা আপলোড করে কিছুর ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। সম্ভবত অন্য কিছু বোঝাতে চেয়েছেন তিনি। কী সেটা, কিছুটা তো আন্দাজ করাই যাচ্ছে।
শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ইনশা আল্লাহ ভালো করবে।’
দৈনিক অন্যধারা/২৩ জুলাই ২০২২/জ কা তা
- Advertisement -