মুশফিকের ‘রহস্যময়’ বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে

- Advertisement -
- Advertisement -

অন্যধারা ডেস্ক:

টি-টোয়েন্টিতে সিনিয়র ক্রিকেটারদের কেউ থাকছেন না জিম্বাবুয়ে সফরে। আগেই ছুটি নিয়েছেন সাকিব আল হাসান। আর মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রাম দেওয়া হয়েছে। আদতে বিশ্রাম বলা হলেও নানা গুঞ্জন রয়েছে মুশফিক ও মাহমুদউল্লাহর দলে না থাকা নিয়ে। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্ব নিয়েও সমালোচনা অনেক দিনের।

কোনো প্র্যাকটিসের সময়ের ছবি হলেও মুশফিক এখন এটা আপলোড করে কিছুর ইঙ্গিত দিয়েছেন বলে মনে করছেন অনেকেই। সম্ভবত অন্য কিছু বোঝাতে চেয়েছেন তিনি। কী সেটা, কিছুটা তো আন্দাজ করাই যাচ্ছে।

শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে মুশফিক লিখেছেন, ‘জিম্বাবুয়ে সিরিজের জন্য নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নির্বাচিত হওয়ায় সোহানকে অভিনন্দন। তরুণ দলটির প্রতি আমার পূর্ণ সমর্থন আছে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই দলটি আসন্ন সিরিজে ইনশা আল্লাহ ভালো করবে।’

দৈনিক অন্যধারা/২৩ জুলাই ২০২২/জ কা তা

- Advertisement -

আরো পড়ুুর